আপন ভূবন, গোধূলি লগ্নের কাহন
আপন ভূবন
মো. শাহ জাহান আলী
আমার বড়ই ইচ্ছে হচ্ছে..
ফিরে যাই শেকড়ের টানে
আমার রূপসী বাংলার
কোন এক নিভৃত গ্রামে।
মায়া মমতায় জড়ানো আবেশে
যেখানে আবাল্য বেড়ে ওঠা
প্রকৃতির বুকে পেয়েছি ভালোবাসা
দাঁড়িয়ে দেখেছি স্বচ্ছ পুকুর জল
খাল-বিল নদী-নালায় ভরা
তাতে শাপলা শালুকের মেলা
পরিস্ফুটিত জলে জ্যোৎস্নায়
বিলিয়েছে মিষ্টি ম্লান আলো..
যেনো প্রেয়সীর মুক্তা ঝলমলে
দাঁতের হাসিতে ঠিকরে পড়ছে
গলাগলি করে শাপলা কমল
কি প্রেমময় আলিঙ্গনে জড়জ
প্রকৃতির প্রতিকূলতার মাঝে,
ঝড়-ঝাপটা উপেক্ষা করে
আছে ওরা একে অপরের
আপনে আপন খুব কাছে
একে অপরের শরীরে মিশে!
আমি ফিরে যেতে চাই
সেই আপনার আপনের
মায়াবী সুন্দর আবেশে,
যেখানে একাকিত্বে ভোগে
আমার আপন মানুষে!
মিলে মিশে একাত্ম হয়ে
যাপিতে চাই সুখে-দুঃখে
আমার আপন ভূবনে।
গোধূলি লগ্নের কাহন
এভাবে কতো শত সহস্র সময় কেঁটেছে
এমন গোধূলি ভরা বিমোহিত লগ্নে….
হাজারমনী মালবাহী নৌকাগুলো
ভীড়তো এসে বাজারের ঘাটে।
বন্ধু-বান্ধব সহপাঠী সকলে মিলে
উঠে বসতাম সেই সকল নৌকার ছৈয়ে
হরেক রকম মুখরোচক খাবারের বাহারে
আড্ডা চলতো সন্ধ্যার গোধূলি লগ্ন ভরে।।
আলো ঝলমলে পশ্চিমের দিগন্তে
রক্তিম আভায় ভরে যেতো আবির রঙে
অস্তমিত সূর্য্য হতো রূপবতী থালা রূপে
পশ্চিমের ঐ দূর আকাশ মিশে যেত নদীর জলে।
দিগন্তে আবির ছড়িয়ে নিমিষে অদৃশ্য হয়ে
সন্ধ্যার আগমনী বার্তা সে দিয়ে যেতো চলে
এমন সৃষ্টির অপরূপ শোভা দেখেছি বিমুগ্ধ নয়নে
উপভোগ করেছি কত শত সহস্র বার জীবনে।।
সন্ধ্যা নামলে সাঙ্গ হতো আড্ডা মোদের
পড়ার টেবিলে মনযোগী হতাম দিবা-রাত্রে…
সবে মিলে হৃদয় বেঁধে ছিলাম প্রীতির বন্ধনে
বিচ্ছিন্ন বন্ধুত্বের শূন্যতায় আজও মন দাহ্য করে।।
হয়তো আর হবে না দেখা বিচ্ছিন্ন বন্ধুদের একত্রে
যৌবন পেরিয়ে বন্ধুকূলে উপনীত হয়েছি বার্ধক্যে
এমনি করে সোনালী দিন গিয়েছে আজ হারিয়ে
বন্ধু-বান্ধব যে যার কাজে রয়েছে পৃথিবী ছড়িয়ে।।
দূর থেকে তেজস্বী সূর্য্যের দেখেছি অন্তিম লগ্নে
দাপটে সূর্যের তেজস্ক্রিয়া নিভে যায় সন্ধ্যা নামলে
জীবন আকাশের গোধূলিতে রক্তিম আভা ছড়াচ্ছে..
কোন একক্ষণে জীবনাবসানে যেতে হবে ওপারে।
আরও পড়ুন কবিতা-
সভ্যতা
অগ্নিশ্বর
শ্রাবণ ধারা
প্রকৃতি আমার ভালোবাসা
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
আপন ভূবন