মো. শাহ জাহান আলী ১৯৬৩ খ্রিস্টাব্দের ৯ এপ্রিল পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

  • আপন-ভূবন
    কবিতা,  মো. শাহ জাহান আলী,  সাহিত্য

    আপন ভূবন, গোধূলি লগ্নের কাহন

    আপন ভূবন মো. শাহ জাহান আলী   আমার বড়ই ইচ্ছে হচ্ছে.. ফিরে যাই শেকড়ের টানে আমার রূপসী বাংলার কোন এক নিভৃত গ্রামে। মায়া মমতায় জড়ানো আবেশে যেখানে আবাল্য বেড়ে ওঠা প্রকৃতির বুকে পেয়েছি ভালোবাসা দাঁড়িয়ে দেখেছি স্বচ্ছ পুকুর জল খাল-বিল নদী-নালায় ভরা তাতে শাপলা শালুকের মেলা পরিস্ফুটিত জলে জ্যোৎস্নায় বিলিয়েছে মিষ্টি ম্লান আলো.. যেনো প্রেয়সীর মুক্তা ঝলমলে দাঁতের হাসিতে ঠিকরে পড়ছে গলাগলি করে শাপলা কমল কি প্রেমময় আলিঙ্গনে জড়জ প্রকৃতির প্রতিকূলতার মাঝে, ঝড়-ঝাপটা উপেক্ষা করে আছে ওরা একে অপরের আপনে আপন খুব কাছে একে অপরের শরীরে মিশে! আমি ফিরে যেতে চাই সেই আপনার আপনের মায়াবী সুন্দর আবেশে, যেখানে একাকিত্বে ভোগে…

error: Content is protected !!