আত্মতৃপ্তি
কবিতা,  পূর্ণিমা হক,  সাহিত্য

আত্মতৃপ্তি, ভালোবাসা ভুল নয়, সাময়িক হতাশা শেষে

আত্মতৃপ্তি

পূর্ণিমা হক

 

ধরেছি হাত তোমার
দিনের দ্যুতি, রাতের তারায়
ভালো থাকার আশায়।
পার হয়ে এসেছি কতো পথ
অন্ধকার বিষাদের কষ্টের-
নির্ভরতার আশে।
কতো যে কেটেছে রাত
নির্ঘুম নয়নের বিদগ্ধতায়
যোজন যোজন পথের সীমানা পেরিয়ে
শ্রান্ত দেহ-মনে ধরেছি হাত তোমার।
শুদ্ধ শিকলে অটুট আপনে
বেঁধেছো আমায় জলসা ঘরে
তোমার আলিঙ্গনে।
তোমার প্রেরণায় চলেছি আজও
ভ্রান্তিবিদ্ধ এ আবাসে আপন করে,
ভালো রেখেছো বলে –
আত্মতৃপ্ত হয়েছে বিবেক
পাওয়ার পরিসীমায়
আপন আত্মার ভুবনে।

আরও পড়ুন কবি পূর্ণিমা হকের কবিতা-
হৃদয়পটে
সন্ধ্যা
অনুভবে

 

ভালোবাসা ভুল নয়

তোমায় পেয়েছিলাম বর্ষার এক ভোরে
দেখেছিলাম বর্ষার বারিধারায়
অস্পষ্ট করে
শরতের মেঘে ঢাকা চাঁদ যেমন,
তবে ভুল করি নি ভালোবেসে।
কালের স্রোতে উবে গেছে
ভালোবাসার সোনালি রঙ,
সকালের কাঁচা রোদে আঁচল ভরে
কুড়িয়েছি যতো শেফালি কুসুম-
সব তার শুকে গেছে দুপুরের আগে।
দিন শেষে মমতার রঙটুকু প্রকৃতির বুকে
বিষাদের গাঢ় ছায়া হয়ে এসেছে
কালো মেঘ হয়ে ছেয়েছে আকাশ,
তারপর
হারিয়েছে চাঁদ তারা।
আঁধারের বুকে নিজেকে দেখি না নিজে,
তুমি যদি আঁধারে মিশে যেতে চাও
আমার কোনো ভাষা নেই।
আমি ভুল করি নি ভালোবেসে
আমি ভুল করিনি সময়ের স্রোতে
তোমাকে ভালোবেসে।

 

সাময়িক হতাশা শেষে

আমি আবারও গিয়েছিলাম
যেখানে তোমার স্মৃতিগুলো ডেকেছিলো আমায়,
নৈঃশব্দ্যে সেগুলো অবলোকন করেছি
কাছে পেয়েছিলাম তোমায়
কিছুটা ক্ষণের জন্য।
হৃদয়মুগ্ধ সবুজ অরণ্যের মাঝে
তুমি ফুল হয়ে ফুটেছিলে
মিষ্টি গন্ধের অনুভবে—
আমি ভাবছিলাম তোমায়।
তোমার স্মৃতির উষ্ণ আমেজে
ঝরেছে অশ্রুজল তোমারই শূন্যতায়,
মিশে আছো স্মৃতি হয়ে আজো
ঝিলের জলে, শাপলার কোলে –
হতাশায় ছেয়েছিলো মন অনুভবে।
আমি সাময়িক হতাশা শেষে
আবারও অবলোকন করেছি তোমায়,
কেননা সেগুলোর মাঝে
একদা তুমি ছিলে ।

আরও পড়ুন কবিতা-
এসেছি স্বাধীনতা সাথে করে
দুর্বিনীত পুত্রগণের প্রতি
প্রতীক্ষায় আছি

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

আত্মতৃপ্তি

Facebook Comments Box

পূর্ণিমা হক, একজন জনপ্রিয় কবি হিসেবে কবিতা প্রেমিদের মনে জায়গা করে নিয়েছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: কষ্ট নৈঃশব্দ্য, নীলান্তে নীল, কালের বেদিতে লাল কৃষ্ণচূড়া। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পুত্রবধু।

error: Content is protected !!