আকাশে-ডানা-মেলে
আদ্যনাথ ঘোষ,  কবিতা,  সাহিত্য

আকাশে ডানা মেলে, কবিতার জমিনে, যদি তুমি হও কালোরাত্রি

আকাশে ডানা মেলে

আদ্যনাথ ঘোষ

 

তোমার হৃদয়ের গোপন গান
বসন্ত বাতাসের ডানায় ভর করে
সকলকে ছাড়িয়ে সব পথ ফেলে
আকাশের পানে মেঘের রাজ্যে
কেন বারে বারে উড়ে যায়
ফেলিয়া তোমার দেহ-তনু-মন
কাহারে ভালোবাসো সখি?
নিবিড় ভালোবাসার সংগীতে
কী গান শোনো অই নক্ষত্রপুঞ্জে
আর দূর অশেষ নীলিমার কানে
কী চাওয়া তোমার গোপন প্রাণে
তোমাকে পাবার আশায়
ঝরাপাতার মতো নিজেরে ছেড়ে
বহুবার তোমার বৃক্ষতলে
লুটিয়ে পড়েছি চৈতি হাওয়ার দাপটে
ঘুমাতে চেয়েছে সে
তোমার ছায়াতলে
পাতাহীন তুমিও মৃত বৃক্ষের মতো
আকাশে মেলে ডানা
হারিয়ে ছিলে তুমি
আপন স্বর্গ ভুবনে।

আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা-
স্মৃতিছায়া
দেহের ভাঁজে কত পথ
কান্নার কৈলাসে

 

কবিতার জমিনে

আর কতো পোড়াবে আমার
এই দেহ মন
বিবেকের অরূপ সত্তা-
পোড়াতে পোড়াতে করে দাও নিঃশেষ
হয়ে যাই ভষ্ম ছাই।

জীবনের মৃত্তিকা ফলায়
অঘ্রাণের সোনালি ধান
কচি সবুজ ঘাস ফুলের সৌরভ
লতা-পাতা, ফুল-পাখি, নদী
সাগর সৈকত আর পাহাড়ি ঝর্ণাধারা
রক্তাক্ত বর্ণমালায়
যৌবন জোয়ারে খসে পড়ে
কবিতার পংক্তিমালা।

তাইতো আমার হৃদয় থেকে ঝরে পড়ে
কবিতার ফুল পাখি গান
অঝোর বৃষ্টির মতো
ফোঁটার পর ফোঁটায়।

 

যদি তুমি হও কালোরাত্রি

যদি তুমি হও কালোরাত্রি; তীব্র হলাহল
তাহাতেও আমার নেই কোনো সংশয়
নেই কোনো অনুতাপ, ভয়
তবুও আঁধারে জাগিয়ে যাবো
পূর্ণিমার জোছনামাখা মখমল শয্যা
গোলাপের আলোয় উঠবে ভরে সূর্যের যৌবন
ঘরের ধূপতিও ছড়িয়ে দেবে সুবাসের কুসুম
চাদর নিশিথিনী জ্যোতির বসন পরে
গেয়ে যাবে মধুময় ভোরের গীত
সুবাস ছড়াবে আরও বেশি বসন্তের ফুলের পাপড়ি
বেদনার ঘুমঘোর কেটে
এসে যাবে চিরন্তন স্বর্গসুখের পাটাতন।

আরও পড়ুন কবিতা-
তিতাস নদীর পাড়ে
কবি ও কবিতা
বাংলার কৃষক
স্বর্গসুখ
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

কবি ও প্রাবন্ধিক আদ্যনাথ ঘোষের স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। তিনি প্রতিনিয়ত কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: আলোর রেখা, লাল নীল শাড়ির আঁচল, হৃদয়ে উতল হাওয়া, জন্মভূমি তুমি মাগো, আমি তোমাদেরই একজন, উত্তরের জানালা, ভোরের পাখি, স্বপ্নবালিকা, বিধিলিপি মন, একমুঠো স্বপ্নের রোদ্দুর, তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে, দূর জংলার গান। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের  অন্তর্গত  পদ্মার তীরবর্তী নিসর্গ সৌন্দর্যশোভিত গ্রাম হেমরাজপুরে ১৯৭৩ খিষ্টাব্দের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে পাবনা জেলা স্কুলে কর্মরত আছেন।

error: Content is protected !!