অবচেতন-মন
কবিতা,  কে এম আশরাফুল ইসলাম,  সাহিত্য

অবচেতন মন, আমার সেই তুমি, নিও ভালোবাসা

অবচেতন মন

কে এম আশরাফুল ইসলাম

 

অবচেতন মন

বৃন্দাবন রংধনুর রঙে হাসে,

তৃষিত নয়ন

খোঁজে চিরবসন্ত বারো মাসে!

ভালোবাসা

দীপ্ত আশা না চাহে এমন বিরল,

সুপ্ত আশা

খোঁজে পঙ্কে প্রস্ফুটিত শতদল।

বন্ধী খাঁচায়

রাখে ভাবনায় রঙিন কল্পনায়,

রঙে দোলায়

শিল্পীর তুলি মনকে কবিতায়!

আঁকে ছবি

হয় কবি উতলা বাসন্তী হাওয়া,

জাগে রবি

বিহগ কূজনে কল্পকে কাছে পাওয়া!

রহস্যে মন

সমগ্র ভুবন চারণ করিয়া চলে,

ভাবে আপন

ব্যাপিয়া সৃজন অতৃপ্ত হিয়াতলে!

আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
রেখে যাই এ হৃদয় আমার
ভালোবাসার প্রতিদান
বিরঞ্জনা রয় গোপনে সবার মনে

 

আমার সেই তুমি

বলিতে না পারি

এসো অপ্সরী হারাই দূর অজানায়,

ছিলে আমারই

এখনো আছো কায়াহীন ভাবনায়।

নহে অকারণ

অতি বর্ণন, দুরের স্মৃতিরাই ডাকে,

মায়াবী আনন

বঞ্চিত হিয়াতে মেঘের আড়ে থাকে।

যে কেশপাশ

রূপের নির্যাস লুকোচুরির মহুয়া বনে,

ছড়ায় সুবাস

গভীর নিশায় দিবসও তাহা জানে।

তাহার বুকে

পরম সুখে নাশিয়া শান্তির আভাস,

না থেকো দুখে

বয়ে যায় যেথা সুস্থ সজীব বাতাস!

শুধুই দুখ

তোমাতে নহে এতটুক আমাতেই লীলা,

হয়ে উন্মুখ

অবাধ অভিসার করে বেলা অবেলা।

ভালোবাসি তাই

স্মৃতির রাজত্বে হারাই করি বিচরণ,

যেথা খুঁজে পাই

সেই তোমায় একান্তই স্বাপ্নিক আপন।

সাজাই ঘর

স্বপ্নের বাসর নিতুই একাকি নিরন্তর,

কাঁদে অন্তর

মায়াতে কায়া বিনাগত যুগ যুগান্তর।

যাহা দিলে

বেশিই কেড়ে নিলে ঢের বেশি,

দাগা দিলে

পূর্ণিচাঁদে অকস্মাৎ নিপ্পনে অমানিশি!

ও আকাশ

করে পরিহাস জাজিমে তোষক চাদর,

ও বাতাস

শীতে বসন্ত বন্যার পললে নম্র আদর!

 

নিও ভালোবাসা

লাজুক প্রকাশ

বসন্তে বাতাস অশান্ত করে মন,

দুরন্ত নিকাশ

উতলা পরাণ খোঁজে প্রিয়জন!

হারাবো না

দৃঢ় কামনা তবু পরাজয় ডাকে,

পাই ঠিকানা

হিয়ার গভীরে ভালোবাসি যাকে।

দেখি একেলা

কথা অবলা নিশ্চুপ অভিসারে,

করো উতলা

অব্যক্ত ভাষায় আঁখি বিহারে।

ভালো লাগে তাই

ভালোবাসা চাই দিতে ভালোবাসা,

নিজকে হারাই

দেখিলে আঁখি দূরাতে মৌনী তিশা।

আঁখি দর্পণ

করে অঙ্কন হৃদয় ক্যানাভাসে ছবি,

হয় দর্শন

চিন্তনে ধ্যানে বসন্তরাগের ও রবি!

কেমনে ভুলি

ঘোমটার কলি অবগুণ্ঠন খুলে ডাকে,

হয়ে বুলবুলি

সুরেলা মলয় অশান্ত করে আমাকে!

ভুলে যাও

ফিরে নাহি চাও সুরঞ্জিত বিরঞ্জনা,

সেথা পাও

অবহেলিত পরাণ যে চোখে বহে ঝর্ণা!

সেই চোখে

এখনো দেখে সেই সমর্পিত জীবন,

সুখে দুখে

ভালোবাসে বেদনার নীলাভ রতন!

করি মিনতি

চিন্তনের সাথি অনন্ত ভাবনার তিশা,

দিবস রাতি

তোমার স্মরণেই কাঁদে অর্পিত ভালোবাসা!

আরও পড়ুন কবিতা-
তিতাস নদীর পাড়ে
বাংলার কৃষক
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

অবচেতন মন

Facebook Comments Box

ঘটনাবহুল জীবনের অধিকারী কে এম আশরাফুল ইসলাম একাধারে একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, গল্পকার ও গীতিকার। ছড়া, কবিতা, গল্প, নাটক, গান, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি বিষয়ে লেখকের মোট ৭৮টি পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  তালিমনগর গ্রামে ১৯৬৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। 

error: Content is protected !!