অধ্যাপক-ড.-খোন্দকার-মোয়াজ্জেম-হোসেন
কৃতি ব্যক্তিবর্গ,  শিক্ষাবিদ,  সমাজসেবক

অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন একজন শিক্ষাবিদ।

জন্ম: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন ১৯৫৮ খ্রিষ্টাব্দে আজকের এই দিনে (২৫শে ডিসেম্বর) পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

পারিবারিক জীবন: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেনের পিতা খোন্দকার আবুল হাশেম ওরফে চুনু মিয়া (১৯১৫-২০০০ খ্রি.), যিনি ১৯৪১ খ্রিষ্টাব্দে দ্বারিয়াপুর ১০ ন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দান করে স্কুল প্রতিষ্ঠায় রেখে গেছেন অবিস্মরণীয় ও মহত্ত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুনুমিয়া তিন বছর বয়সে পিতৃহারা হন, পাঁচ বছর বয়সে মমতাময়ী মাকে হারান। খুব অল্প বয়সে এতিম হয়ে তিন ভাইবোন দুঃখ কষ্ট ভাগাভাগি করে বড়ো হতে থাকেন। সেই আমলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। তিনি দুর্গাপুর গ্রামের মির্জা পরিবারের মেয়ে মোছা. মরিয়ম বেগমের সাথে (১৯২৬-১৯৮৬ খ্রি.) বিবাহবন্ধনে আবদ্ধ হন। মোছা. মরিয়ম বেগম সাবেক এমপি মরহুম মির্জা আব্দুর রশিদের আপন ছোটো বোন এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলামের ফুপু।

আরও পড়ুন অধ্যাপক মুহম্মদ খোয়াজউদ্দিন

অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন আট ভাই-বোন। বড়ো ভাই খোন্দকার মকবুল হোসেন মতি প্রকৌশলী হিসেবে এলজিইডি-তে কর্মরত অবস্থায় অবসরগ্রহণ করেন। মেজো ভাই খোন্দকার মনোয়ার হোসেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  ডেপুটি ডিরেক্টর থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। জমজ ভাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপ-উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন

শিক্ষাজীবন: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৩ খ্রিষ্টাব্দে এসএসসি এবং সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দে এইচএসসি পাশ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে পশুপালনে বিএসসি এবং দুগ্ধ বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন। বিশ্বব্যাংক স্কলারশিপের অধীনে দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অ্যানিমেল বায়োটেকনোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে কমনওয়েলথ স্কলারশিপের অধীনে বায়োটেকনোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন করেন।

কর্মজীবন: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন দেশে এসে খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। বর্তমানে একই ডিপার্টমেন্টে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!