• অশরীরী-আত্মা
    গল্প,  সাহিত্য

    অশরীরী আত্মা

    অশরীরী আত্মা বাকী বিল্লাহ বকুল   ১. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, ছাতা ছিল না সাথে। এই বৃষ্টির মধ্যেও হেঁটে বাসায় ফিরছিলাম। রাত একটা। সেন্ট ক্যাথরিন স্ট্রিট থেকে দু ফোর্ট তারপর টানেল দিয়ে সেন্ট এনতোয়ায় আসলাম। ভিনেত স্ট্রিটের মাথায় এসে চমকে গেলাম। রাস্তাটা নির্জন। বাম পাশে পার্ক। পার্কের ভিতর ঘুট ঘুটে অন্ধকার, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম পার্কের ভিতর। অন্ধকার তারপরেও পার্কের ভিতর তাকালাম। না কেউ নেই। কান্নার আওয়াজ আসছে। পার্কের বেঞ্চের উপর নজর পরলো। আবছা কি যেন নড়ে উঠলো। গায়ের লোম খাড়া হয়ে গেল। -বকুল.. -কে? সামনে পিছনে তাকালাম কেউ নেই। অনেকক্ষন চুপ আবারো আমার নাম ধরে ডাকলো মেয়ে কন্ঠে।…

error: Content is protected !!