• হাতের-চুড়ি
    গল্প,  শফিক নহোর (গল্প),  সাহিত্য

    হাতের চুড়ি

    হাতের চুড়ি শফিক নহোর আমি তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র। লাবণী আমাকে প্রথম পরিচয়ে বলেছিল, হাইস্কুলে থাকতে নিরাল নামের ছেলের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল! আমি জানতে চাইলাম, ──কেমন সম্পর্ক? ভেবেছিলাম, মামাতো অথবা খালাতো ভাই এমন কিছু একটা হবে হয়তো। কিন্তু না সম্পর্ক ছিল প্রেমের। এ কথা শুনে, আমার শরীরের লোম শিউরে উঠল। কেমন সহজসরল ভাবে লাবণী বলল, ──সে আমার কাছে অন্য কিছু চাইত। অন্য কোন মেয়ে হলে হয়তো বলতে পারত না। হঠাৎ ওর চোখে অশ্রু দেখে অবাক হলাম। মেয়েদের দু’চোখের জল দু’রকম । ──কি রে কান্না করছিস কেন? ──না তেমন কিছু না। মেয়েদের কষ্ট তুই বুঝবি না। আমি সত্যিই…

error: Content is protected !!