-
স্মৃতিছায়া, শূন্যের নিক্তিরা
স্মৃতিছায়া আদ্যনাথ ঘোষ কবোষ্ণ জলের স্নিগ্ধতা কেটে গেলে পৃৃথিবীর অন্ধচোখ ঘুমিয়ে পড়ে শীতল ডানায়। প্রহরে প্রহরে জেগে থাকে শুধু সত্যহীন প্রলাপ। মানুষের ছায়া নিয়ে একাকী হেঁটে চলে নিষিদ্ধজলের চোরাবালির সৈকত- কিম্বা খেলা করে আঁতাতের ঘেরাজাল প্রতিদিন ভোর ভোর খেলায়। মেঘেরা উল্লাস করে, ছিঁড়ে পড়ে দূরের আঁধার, অন্তরের সাক্ষী নিয়ে বাউলা বাতাসেরা কোনো এক ভোরের সন্ন্যাসে ভেসে ওঠে কেউটের বিষাক্ত ফণায়। সে যেন বিকেলের পোড়া রোদে পুষ্পিত তন্দ্রায় শিল্পের উপমায় মুখের প্রচ্ছদ এঁকে চলে। সহস্রচন্দ্র শিউরে ওঠে, শতদলপদ্মের কুঁড়ি ছিঁড়ে পড়ে। ঘুমন্ত বাউলের চোখ কেঁপে ওঠে রতিহীন সংলাপে আঁধারের ডেরায়। তবু কেনো ঘেরা টোপে গিলে খায় আঁধারের ঘোর। সূর্য ডোবার…