-
স্বপ্ন দিয়ে ছাওয়া, আশায় বুক বাঁধি
স্বপ্ন দিয়ে ছাওয়া পথিক জামান বাংলা আমার পাখিমুখরিত ভোর হতে কালো সন্ধ্যা, রাত হলে ফোটে শিউলি বকুল শাপলা রজনী গন্ধা। ফুলে আর ফলে ভরে থাকে মাঠ ডালে ডালে নানা পাখি, এত শোভা দেখে ভরে ওঠে মন জলে ভরে দুটি আঁখি। আহা এত রূপ এত যে শোভা আর কি কোথাও আছে? লাল লাল সাজ বাসন্তী রঙ শোভা পায় গাছে গাছে। তুল তুলে ফুল আমের মুকুল মৌমাছি গায় বাগে, রাতে হাসে চাঁদ সুনীল আকাশে প্রেম প্রেম ভাব জাগে। বসন্তকালে বসন্ত দূত শিমুলের রাঙা ডালে, কুহু কুহু গেয়ে বেঁধেছে আমায় অদ্ভুত মায়া জালে। আহারে আমার রূপসী বাংলা এত রূপ সারা গায়, গাংচিল…