-
সোনামনি, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে
সোনামনি জিন্না আরা রোজী কোন সে দূরে চলে গেছিস আমায় একা ফেলে? বেশ তো আছিস, ভালোই আছিস, আমায় না দেখে। ছিন্ন আমার বুকের পাজর, ঘুণে ধরা দেহ, চোখে আমার শ্রাবণের জল থাকে অবিরত, দিন কাটে না, রাত কাটে না, তোকে না দেখে, অন্ধকারে ডুবে আছি, মরণ জ্বালায় জ্বলে ইচ্ছেগুলো দিচ্ছি ফাঁকি, আর লাগে না ভালো;যতই ভাবি ভুলবো তোকে, ভুলতে পারি নাকো! কেমন করে ভুলবো তোকে বলতে পারিস মাকে? হাত-পা আমার সদাই কাঁপে তোকে না ছুঁয়ে। পরাণ আমার কেঁদে ওঠে তোকে না পেয়ে পুতুলের মতো মুখখানি তোর ভুলি কি করে? কোথা থেকে ভেসে এলি, আবার কোথায় গেলি? মন যে…