• কবিতা,  সাহিত্য

    সূচক

    সূচক শরিফ নহোর   ধনীদের মেকি হাসির আন্ত:আড়ালে চাঁদের গায়ে জলবসন্ত আজ– স্বর্ণলতার কাফের হৃদয় জড়িয়ে ধরে আছে রোদের চিকন শাড়ির পার মিনতি কণ্ঠে জপে রংধনুর মন্ত্র।   বণিকের বুক পীঠ সাপের মতন তেলতেলে নরম সুঁই সুতোর মত আবেগি সম্পর্ক আজ নেই; করপোরেট বর্ডারলেস টিভিতে নতুন শিরোনাম মানুষের মাংসের দাম কমেনি, শেয়ার বাজারের সূচক আগের মতই আছে।   অথচ, আজ দু’বছর বৈশ্বিক মন্দা চলছে শেফালির স্বামী নিখোঁজ ছেলেপেলে নিয়ে পারে না অভাবের সংসার চেয়ারম্যান সাপ কয়,   ‘এত সুন্দর টসটসে শরীর, জোয়ান মাইয়া মানুষ কাজের অভাব? কাম কইরে খাও! মাগির কাম নাই, আয়ছে ভাতার থাকতি সরকারি রিলিফ খাতি।’   শেফালি…

error: Content is protected !!