-
সিজদা
সিজদা ইনামুল হাসান মিসবাহ উদ্দেশ্যহীন কোন এক রাতে- মেঘের আড়ালে ঘুমিয়ে পড়েছিলো তারকারাজি থেমে গিয়েছিলো জোনাকির লুকোচুরি খেলা। শুধু আবেশে জেগে ছিলাম আমি আর অনুকম্পিত আমার জায়নামাজ। ঘন কালো অন্ধকার ছিলো বিরাজমান তবুও হৃদয়ে অনুভূতি ছিলো। গোনাহগার চোখ দু’টো মুক্তোর মতো অশ্রু ঝরিয়ে কাঁদছিলো আবেগ ছিলো প্রকম্পিত। চোখের তারায় ছিলো না পৃথিবীর ছায়া নিজের কাছে নিজেই ছিলাম অপরিচিত তবুও সেই রাত মধুময়। সিজদায় নত হয়ে রহমতের বৃষ্টিতে ভিজে যেন পাখির মতো ডানা মেলে উড়েছিলাম দিগন্তজুড়ে। সুখের দোলা দেখেছিলাম প্রতিবিম্বিত ফুলে কাছে গিয়েও হারিয়েছি পথ বহুবার। কিন্তু যখন পরিশুদ্ধ হয়ে মুগ্ধতার পরশে সিজদায় হলাম নত অন্ধকারেও লাভ করলাম সুখের স্পর্শ।…