• আহমেদ-তফিজ-উদ্দিন
    কৃতি ব্যক্তিবর্গ,  জনপ্রতিনিধি,  তারাবাড়িয়া,  সাতবাড়িয়া

    আহমেদ তফিজ উদ্দিন

    আহমেদ তফিজ উদ্দিন (১৯২৯-১৯৯৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি তৎকালীন পাবনা-৯ ও বর্তমানে পাবনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন। জন্ম: আহমেদ তফিজ উদ্দিন ১৯২৯ সালে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।  পারিবারিক জীবন: পিতার নাম আব্দুল শুকুর মণ্ডল এবং মাতার নাম ভায়না খাতুন। তিনি বাবা মায়ের বেশ আদরের সন্তান ছিলেন। বাবা মায়ের আদর্শে তিনি বড় হতে থাকেন। স্ত্রী ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। আহমেদ তফিজ উদ্দিন ও ফিরোজা বেগম দম্পত্তির তিন ছেলে ও তিন মেয়ে।  বড় ছেলে আহমেদ ফিরোজ কবির ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের বর্তমান সংসদ সদস্য। শিক্ষা জীবন: নিজ গ্রামের ফ্রি প্রাইমারি স্কুল…

error: Content is protected !!