• কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

    নীলাম্বরী শাড়ি, সাধ

    নীলাম্বরী শাড়ি জিন্নাত আরা রোজী     দিনটি ছিলো চৌদ্দই আষাঢ়।কিছু একটা লেখার ভূত চাপলো মাথায় কি লিখবো,কি লিখবো করে দিন শেষে সন্ধ্যায়:সবাই তো আর লিখতে পারে না!তবুও চেষ্টা,হঠাৎ তাকাই গগনপানেচেয়ে দেখি নীল আকাশ তো নয়,নীলাম্বরী শাড়ির আঁচল বিছিয়ে এক রাজকন্যা।চমকে উঠে থমকে দাঁড়ালাম,শরীরে জাগলো এক অচেনা শিহরণ ।কানে ভেসে এলো এক সুমধুর মিষ্টি আওয়াজ।নেশায় আচ্ছন্ন হয়ে আবারো গগন পানে চাইলাম,কই, কোথায় নীলাম্বরী রাজকন্যা?মনে হয় আগেও কোথায় দেখেছি ওকেখুব চেনা চেনা মনে হয়পার্কে, রেস্টুরেন্টে অথবা বিশ্ববিদ্যালয়ের করিডোরে।কি উচ্ছৃল হাসিতে বন্ধুদের সাথে নখ নেড়ে নেড়ে কথা বলে!নীল শাড়ি, গোলাপী ঠোঁট, খোঁপায় গোঁজা বাহারীকাঠগোলাপ ফুল ।আহা! কি আবেদন শাড়িতে, বেহায়া হৃদয়ে বিদ্যুৎ…

error: Content is protected !!