-
কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা
কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাগরকান্দি মাদ্রাসা ও এতিমখানা নামে পরিচিতি লাভ করে। এটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত যার নিবন্ধন নং ৬৭২। এক নজরে কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং- •ধরন: জনগণের অর্থে পরিচালিত। •স্থাপিত: ২০০০ ইং •তত্ত্বাবধায়ক: শায়খুল হাদিস মুফতি মঞ্জুরুল আলম ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি শরিফুল ইসলাম। •প্রতিষ্ঠাতা পরিচালক: মাওলানা কাজী নাজমুল হুদা •শিক্ষার্থী: আবাসিক ও অনাবাসিক ৪০০+ •ঠিকানা: সাগরকান্দি (সুলতান গেট), সুজানগর, পাবনা। •ভাষা: বাংলা, আরবি, ইংরেজি, উর্দু ও ফারসি। অবস্থান: পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি গ্রামে কাসিমুল উলুম…