• সময়ের-স্মারকলিপি
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    সময়ের স্মারকলিপি, হালচাল

    সময়ের স্মারকলিপি ফজলুল হক   আজকাল মুঠোফোন আমাকে তেমন ব্যস্ত করে না, সময়ের বিষন্ন প্রচ্ছদ এখন নিত্যদিনের অবসর সঙ্গী। মাঝরাতে ভরা জোছনায় জানালার পাশে বৃদ্ধ ডুমুর গাছটির দিকে অপলক চেয়ে থাকি রাতজাগা পাখিদের সরবতা আর সেরকম দৃষ্টি কাড়ে না; স্বপ্নভ্রষ্ট রাত নীরব আকাশ ঘিরে একটু একটু করে ক্ষয়ে যায় ক্লান্ত চোখের পাতায়; পরিণীতা,সহস্ররাত অপেক্ষার শেষ গল্পটা তোমাকে শোনানো হলো না। সময় এক অদ্ভুত যাদুকর তবুও তোমাকে ভুলতে দেয় নি, যখন একাকিত্ব আমাকে ঘিরে ধরে তখন অগত্যা নিজের গায়ে বন্ধকী ঘ্রাণটুকু আস্বাদন করি, হাত দুটো বারবার দু’চোখের সামনে মেলে ধরি এ হাতেই মাথা রেখে নির্ভার কাটিয়েছো অনেকটা সময়। হৃদয়কাড়া আঁখি, চুলের…

error: Content is protected !!