-
হেমন্তের বিকেল, সময়ের দাবি, দুখিনী পাখি
হেমন্তের বিকেল জিন্নাত আরা রোজী হেমন্তের পরন্ত বিকেলে আমি পাখনা মিলে উড়ি সোনালী ধানের ক্ষেতে সোনা মাখা আবেশে মিষ্টি আলো এসে পড়ে চোখে মৌ মৌ পাকা ধান ছুঁয়ে। আহা! কি যে শিহরণ জাগে মনেপ্রাণে, আমি অপার বিস্ময়ে চেয়ে দেখি পুরানোকে নতুন ভেবে। মৃদু হিল্লোলে দক্ষিণা বাতাস দোল খায় সোনালী ধানের ক্ষেতে। সোনালী ধানের শীষে বেঁধে রাখি রঙিন শিকল চারিদিকে বিস্তর সবুজ উপরে একফালি সাদা মেঘ, আমি মেঘের খোঁপায় উড়িয়ে দেব সোনলী ধানের ছড়া। স্মৃতির ছায়া পথ ধরে হেঁটে আসা আমাদের সেই গাঁ নওয়াগ্রাম। যেথায় জড়িয়ে আছে শৈশব, কিশোর, যৌবনের হাজারো স্মৃতি! আমি এখানে দেখেছি ছয়টি ঋতুর নানা উৎসব; এখানে…