-
শ্রাবণ ধারা, দিন চলে যায়, অন্য আলো, নেতা
শ্রাবণ ধারা খোন্দকার আমিনুজ্জামান পর্দা ঠেলে জানালা খুলে দেখি গো শ্রাবণ ধারা ওরে ওরে ও। একলা ঘরে ঘুম আসেনারে বন্ধু আছে দূর-সুদূরে ঝরো ঝরো বৃষ্টি ধারায় বন্ধুর কথা মনে পড়ে ও। এমন শ্রাবণ ধারা আগে দেখেও দেখিনি এমন উন্মনা মন জীবনে আর আসেনি। মেঘের এমন কান্না দেখে আমার বুক ভাসে চারিদিকে আঁধার নেমে দিনে রাত আসে শ্রাবণ ধারায় দূর সীমানায় তারে কাছে দেখি গো। ও রে ও। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- বাদল দিন অপেক্ষা প্রগতির গতি স্বাধীনতা দিন চলে যায় কথায় কথায় দিন চলে যায় আসল কথাই বললে না। আশায় আশায় রইলো হৃদয় জ্যোৎত্মা কী গো বইবে…