• শুধু-দীর্ঘ-শ্বাস-ফেলি
    কবিতা,  পথিক জামান,  সাহিত্য

    শুধু দীর্ঘ শ্বাস ফেলি, আমার ন্যায্য দাবি

    শুধু দীর্ঘ শ্বাস ফেলি পথিক জামান   ঘৃণার আগুন দাউদাউ করে জ্বলে – এখনো তা জ্বলছে আমার সমস্ত অঙ্গ জুড়ে। কি ভয়ংকর বৈষম্যের বেড়াজালে আটকা পড়ে আছে জাতি, আর এ জাতির মেধাবী সন্তান। প্রতি পদে পদে মানুষ অবহেলিত, নির্যাতিত বঞ্চিত শোষিত অহরহ, রাজদণ্ডের প্রবল দৌরাত্ম্যে, শঙ্কিত খেটে খাওয়া সাধারণ মানুষ, সত্য ভয়ে থরথর কাঁপে- মাদকের উলঙ্গ থাবা সমাজের প্রতিটি রন্ধ্রে, ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটি গর্বিত জাতি ধুঁকে ধুঁকে মরছে তোমার আমার চোখের সম্মুখে উদাস দাঁড়িয়ে দেখি গর্বিত জাতির উত্থান পতনের বিচিত্র ইতিহাস – শুধু দীর্ঘ শ্বাস ফেলি নীরবে নিঃশব্দে। আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা- মাছ-বিল-পাখি-পদাবলি আমার গানের পাখি…

error: Content is protected !!