-
উলাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা
উলাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পাবনা জেলার সুজানগর উপজেলার অন্যতম সুপ্রাচীন ইসলামী বিদ্যাপীঠ। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা পাবনা জেলার শুরুর দিকের প্রতিষ্ঠিত একটি বিদ্যানিকেতন। এক নজরে উলাট সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা- • ধরন : আধা-সরকারি • স্থাপিত : ১৯১৫ • অধ্যক্ষ : মোঃ মতিউর রহমান (ভারপ্রাপ্ত) • শিক্ষার্থী : ৫০০+ • ঠিকানা : গ্রাম-উলাট, উপজেলা-সুজানগর, জেলা-পাবনা • ভাষা : বাংলা, আরবি ও ইংরেজি • ক্রীড়া : ফুটবল, ক্রিকেট, ভলিবল অবস্থান: পাবনার সুজানগর…