-
শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চিন্ময় লাহিড়ী
শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চিন্ময় লাহিড়ী (২০ মার্চ, ১৯২০-১৭ আগস্ট, ১৯৮৪ খ্রি.) একজন স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তিনি বিভিন্ন রাগে ঠুমরি, দাদরা, হোলি, ত্রিবট, চতুরঙ্গ, গীত, ভজন, গজল সহ বাংলা রাগপ্রধান সঙ্গীতের স্রষ্টা ছিলেন। জন্ম: চিন্ময় লাহিড়ীর জন্ম ১৯২০ খ্রিস্টাব্দের ২০ শে মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের তাঁতিবন্দ গ্রামের জমিদার পরিবারে। পারিবারিক জীবন: পিতা জীবনচন্দ্র লাহিড়ী পেশায় ছিলেন প্রকৌশলী, কর্মসূত্রে লক্ষৌতে থাকতেন। মাতা সরোজবাসিনী দেবী। শৈশবে চিন্ময়ের আগ্রহ ছিল শরীরচর্চায় ও সঙ্গীতসাধনায়। শিক্ষা জীবন: পড়াশোনা লক্ষৌয়ের বয়েজ অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে। রবীন চট্টোপাধ্যায়ের নিকট তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয়। লক্ষ্ণৌয়ের মরিস কলেজ অব মিউজিকে তিনি সঙ্গীত বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ…