-
শব্দহীন অভিযাত্রা
শব্দহীন অভিযাত্রা জাহাঙ্গীর পানু পুরোনো কবিতার পান্ডুলিপিগুলো- আমি আর খুজে ফিরি না, খুজতে চাইও না। সেসব আবেগ অনুভূতির জায়গাগুলো এখন আর আমাকে আনন্দ দেয় না। শরৎ সাহিত্যের রস আস্বাদন; সেতো কবেই ফুরিয়ে গেছে। রবিঠাকুরের গল্পের পরিস্ফুটিত চরিত্র গুলো আমাকে আর মুগ্ধ করে না। নজরুলের কবিতার সংগ্রামী চেতনা; আমার কন্ঠে আর কেঁপে ওঠে না। আমি নিঃশ্বব্দে, নিরবে, শব্দহীন পথে হেটে যাই; আমার নিশ্চিত গন্তব্যে। আমি আমার স্রষ্টার ঐশী বানীর সুরের মূর্ছনায়- নিজেকে সপে দেই; আপন মোহে; সে বানীতে আমি খুজে ফিরি- আমার পরমাত্মার ঠিকানা; নিশাচর পাখির মতো। কখনো তাঁর পরিধির গভীরতা আমাকে নিয়ে যায় জন্ম জন্মান্তরে। ঘুরে আসুন…