-
লিপিকার আমিই তোমার, ঘুরে দাঁড়াও ব্যাবিলন, অগ্নিশ্বর
লিপিকার আমিই তোমার বিমল কুণ্ডু তোমার কাছে ভালোবাসার প্রতিদান চাইনি সারাক্ষণ নিরাপত্তা নীরব প্রহরী তবু তুমি আমাকে ধন্য করেছ আমার আমিত্ব সুপ্ত নিশ্চিত আশ্রয় তোমার তৃপ্তির হাসি শুধুই সেদিকে চেয়ে; অথচ সে হাসিটুকু আমাকে দেবার কথা ছিল আমি তো চাইনি বিনিময়, আনন্দের সহবাস এই ঘর, ইরানি কার্পেট, বসরাই গোলাপগুচ্ছ সুমিষ্ট সুবাস—এসব কিছুই আমি চাইনি । তোমার আলিঙ্গনে প্রাণের আবিষ্কার, অফুরন্ত কথার পঙ্ক্তিমালা অজান্তেই হয়েছে রচিত মায়াময় সংসারের অন্তরালে একটি কবিতা কখনও দেখনি! ধন্য লিপিকার আমিই তোমার ঘুরে দাঁড়াও ব্যাবিলন এখানেই ছিল সেই সুমেরীয় হাজার পাঁচেক বর্ষ আগে চোখ বন্ধ করলেই সুমহান ঐতিহ্য-কঙ্কাল দেখি স্বপ্নিল নগরী—মানববাগান—জ্ঞানের বিকাশ হিংস্র দানবের নখের আঘাতে…