• লাল-সূর্যটা-নাও
    কবিতা,  সাহিত্য

    লাল সূর্যটা নাও

    লাল সূর্যটা নাও হুমায়ুন কবির   সবুজের বুকে লাল সূর্যটা হাতে নিয়ে নির্বাক দাঁড়িয়ে এক ক্লান্ত পথিক সমস্ত শরীর ভরে গেছে ব্যর্থতা আর গ্লানির ছাপে। মনে হয় প্রতিহিংসার আগুন দুচোখে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে চায় সব যেমন রাঙিয়েছিল দুহাত শত্রুর তাজা রক্তে। প্রশ্নবিদ্ধ মাতৃভূমির কত সুযোগ্য সন্তান দেখে না অতীত স্বার্থের তাগিদে মাতাল তবু হয় না বিরত কলংকের কালিমায় করতে স্নান বজ্রমুষ্টি হাতে ধরে থাকা বস্তুতে উড়ছে পৎ পৎ করে ছুঁড়ে ফেলে দিবে সূর্যটাকে পুড়িয়ে খাঁটি করে আবার গড়তে এই মাটিতে যত কুলাঙ্গার সন্তানদের নতুন করবার তরে। দ্বীপ্ত সুর্যটাকে হাত বাড়িয়ে দিতে কাঁদে পথিক নীরবে নিভৃতে ঘুমোতে চায় ক্লান্ত শরীর…

error: Content is protected !!