-
স্পর্শ, লাল চোখ, মৃত্যু
স্পর্শ আবুল হাশেম বসন্তের শেষে বাতাসে উড়া শিমুল তুলোর মতো তুমি এক বাতাসে উড়ে এসে সেই যে জড়িয়ে ধরলে, স্পর্শ এখনও মনে পড়ে। হৃদয়ে বসন্তের ফুল ফুটালে ফুলের সুবাস বাতাসে দোলে ঝরা ফুল হয়ে হৃদয়ের মালা হলে কানে কানে অলিরা গুন গুন করে বলে বসন্তের ফুল কোথায় হারালে? বসন্তের ফুল বাতাসে গেছে ঝরে ফুলের সুবাস হৃদয়ে দোলে। ঝরা ফুল ঝরে গেছে হৃদয়ে স্পর্শ মেলে। লাল চোখ পাখির ঠোঁটে উড়ে গেল ভালোবাসার চিরকুট ভালোবাসা হলো পাখির বাসা বনপোড়া ময়ূরের মতোন। সুন্দর ভালোবাসা সবুজের মাঝে লাল সবুজ ঘাসের হলুদ কালার মন হলো পোড়াবন। ভালোবাসা পেখম তুলা ময়ূর ভালোবাসা সুন্দর প্রেমিক পোড়াবাড়ি…