• রোদ-বৃষ্টির-খেলা
    ছড়া,  জাহাঙ্গীর পানু (ছড়া),  সাহিত্য

    রোদ বৃষ্টির খেলা

    রোদ বৃষ্টির খেলা জাহাঙ্গীর পানু   আষাঢ় শ্রাবণ বর্ষা আসে           গ্রীষ্ম নেয় বিদায়।খালবিল ভরে উঠে       পানির ঝর্ণা ধারায়।। বাদল মুখর সারাটি দিন        চুপটি ঘরের কোণে।।কাজলা দিদি বসে একা          নকশীকাঁথা বুনে।। এ পাড়াতে মেঘ গুড়গুড়           নামছে কত বৃষ্টি।ও পাড়াতে চঞ্চলা মন            রঙধনুতে দৃষ্টি।। ঝনাঝনাঝন বৃষ্টি নামে        একটু নেমেই শেষ।হঠাৎ আবার ঝলমলে রোদ    আহা! কি মজা বেশ।। হঠাৎ করেই বৃষ্টি আসে        ঘর বাড়িহীন পথে।চলতে পথে পথচারী       থামছে গাছের তলে।। কদম ফুলের পাপড়ি ছিড়ে      ছিটিয়ে পথের ধারে।আলতা মেখে বালিকারা         নাচে ঘুঙুর পায়ে।। খোকা বাবু ছাতা মাথায়        চলছে পথের বাঁকেডোবায় জলে ব্যাঙের দল        সুর মিলিয়ে ডাকে।। কাঁদা মাখা ফাঁকা মাঠে            নামছে বৃষ্টি ঢল।ফুটবল খেলায়…

error: Content is protected !!