• এ কে আজদা দুলাল,  কবিতা,  সাহিত্য

    রোদ-আঁধার খেলা

    রোদ-আঁধার খেলা এ কে আজাদ দুলাল   রোদে হেঁটেছি, হেঁটেছি বৃষ্টিতে ঝরা পাতায় সাজানো মাঠেতে নীল আকাশ এখন মনে হয় না  আর সবুজ মাঠে ভরে গেছে কালো অন্ধকার।   মনের কোনে জেগে উঠে সাহসী যুবকের মুখ তারার আলোয় ভরা ছিল কঠিন তার মুখ বৃষ্টিতে ভেজে ধুর্ত শিয়ালের মত চাহনি ছিলো তার বাজপাখী চোখের মত মলিন হয়নি কখনো তার মুখ বুকে জ্বলতো অগ্নিশিখা হাতে হাতিয়ার শত্রুর বুকে রক্ত ঝরবে পললভূমিতে কঠিন মন্ত্র মন- প্রান জুড়ে ছিল একদা হায়রে অগ্নি ঝরা দিনগুলো এখন কোথায়।   মেঘের পর মেঘ সময় বয়ে যায় স্রোতের গতি নিমিষে হারায় পথ কখন যেন দখল হয়ে যায় সোনালী…

error: Content is protected !!