-
রাত্রির সাদা ফুল প্রেম: অন্তর্নিহিত আবেগের নৈবেদ্য
রাত্রির সাদা ফুল প্রেম: অন্তর্নিহিত আবেগের নৈবেদ্য @ আলতাব হোসেন কবি জহুরুল ইসলামের কবিতা ‘রাত্রির সাদা ফুল প্রেম’ পাঠকের সামনে একটি অন্তর্গত আবেগের জগৎ উন্মোচন করে। এটি প্রেম, বেদনা এবং জীবনের ক্ষণস্থায়িত্বের এমন এক সমন্বয়, যা প্রতিটি শব্দের গভীরে নিহিত। কবিতাটি প্রতীক ও চিত্রকল্পের সাহায্যে পাঠককে আবেগময় ভ্রমণে নিয়ে যায়, যেখানে প্রেম মানে শুধু আকাঙ্ক্ষা নয়, বরং জীবনের প্রতিটি দুঃখবোধের সাথেও তার ওতপ্রোত সম্পর্ক। কবিতার শুরুতেই ‘রাত্রির সাদা ফুল প্রেম’ শিরোনামের মাধ্যমে এক গভীর রূপকের ইঙ্গিত দেওয়া হয়েছে। রাত্রি এখানে জীবনের গোপন মুহূর্ত, আর সাদা ফুল হলো বিশুদ্ধ প্রেমের প্রতীক। এই প্রেম শিথানে সুঘ্রাণ হয়ে থাকা মানে হলো প্রেম সবসময়…