-
রবে শুধু রব, হঠাৎ দেখা
রবে শুধু রব পথিক জামান একদিন এ পথে আর কেউ হাঁটবে না কোনোদিন চিরতরে বন্ধ হবে আনাগোনা – তারকা খচিত রাত জোছনার শুভ্র আলো ভোরের পাখির সুরেলা গান বসন্তের রঙিন আভা এবং ভোমরের মধু গুঞ্জন সব নীরব হয়ে যাবে – ফুলের রঙিন হাসি শিশুদের তালহীন নাচ সাগরের তরঙ্গমালা মাছখেকো শিয়ালের হুক্কা হুয়া, হিমালয়ের শীতল হাওয়া শিল্পীর গজল গাওয়া গবাদি পশুর অবাধ বিচরণ কৃষকের ভাটিয়ালি গান চির অম্লান রবে না কিছু- মেয়েদের খোঁপায় পরা রজনী গন্ধা ফুল লাল আলতা পরা চরণ যুগল দৃশ্যমান হবে না ধরায় সব অন্ধকারে বিলীন হবে গাঢ় অন্ধকারে, রবে শুধু রব,পবিত্র মহান। আরও পড়ুন কবি পথিক…