-
যাপিত জীবন
যাপিত জীবন জাহাঙ্গীর পানু আমার কেমন করে যাচ্ছে সময়কেউ এসে দেখে না কখনও।অমানিশার অন্ধকারের বুক চিড়ে;আলোর রেখা নিয়ে কেউ এসে বলেনাএকটু পথ চলো। আমার ভিতরের কষ্ট, বুকফাটা আর্তনাদকেউ দেখে না,কেউ পরিমাপ করেনা-বুকের গহীনে কতটুকু;বোগভীর ক্ষত লুকিয়ে আছে। কেউ তো কখনো ভাবে না-সারারাত গন্ধ বিলানো শিউলি, বকুল;কেন সকালেই ঝরে যায়।শান্ত জলের ভোরে ফোটা পদ্ম, শাপলাকেন দুপুরেই চুপসে যায়। অর্থ আর ক্ষমতা যেখানে বিচারের মাপকাঠিঅসত্যের আবরণে ঢাকা সম্পর্কের প্রকৃতিভালো-মন্দ বিচারহীনতার সংস্কৃতিপ্রতিবাদের সামান্য উম্মা প্রকাশেও সবার বিরক্তিপারিপার্শ্বিক সুবিধায় মিথ্যার মৌন সমর্থনসত্য, সেখানে সুদূর পরাভূত। চারিপাশে অর্থলোলুপ সামাজিক দৃষ্টিসত্য মিথ্যার কোনো বিচার নেই,মিথ্যার পিঞ্জির ভেদ করে নিজেকেদুরে রাখাব, একাকীত্বে ফেলা।এছাড়া আর উপায় কি বলো?…