-
যদি বেঁচে যাই
যদি বেঁচে যাই ফজলুল হক কোভিড ১৯, রাক্ষুসে সময়ে ভাগ্যক্রমে যদি বেঁচে যাই- স্বাক্ষী হয়ে অনাগত প্রজন্মকে বলে যাবো অভিশপ্ত জীবনের কথা। বলে যাবো- অখণ্ড এক আকাশের নীচে ধর্ম-বর্ণ ও জাতিভেদে ক্ষমতা লড়াইয়ের সিন্ধুসম বিষাদ গল্পকথা। যুদ্ধের দামামা বাজলে- মরণাস্ত্র ধ্বংসের খেলায় কীভাবে মেতে ওঠে, কীভাবে তোর জন্ম হলো কীভাবেই-বা মানুষের অভিন্ন রক্তে ভাসে রণতরী–সব বলে যাবো যতদূর পারি। আরো যা যা বলবো- কেনো আজ অখণ্ড আকাশ খণ্ডে খণ্ডে বিভক্ত! সব-ই মানুষের অনাসৃষ্টি। যদি বেঁচে ফিরি- প্রাণপণ চেষ্টা করব মানবিকতার শরীর ছুঁয়ে নিজেকে বদলে ফেলতে, প্রেয়সির চাপা কান্নার জল মুছে প্রতারকের তালিকা থেকে কেটে নিবো নিজের কলংকৃত নাম। যদি…