-
গাজনা বিলের ধান
গাজনা বিলের ধান মো. শরিফুল ইসলাম আমার এ সোনার ধান রবে কি মাঠে পরে? যারে ফলবার জন্য আমি অঙ্গ দিয়েছি ঝরে রাত নেই আমার, দিন নেই আমার, করেছি তারে যতন যেনো দেখে বলে তারে হয়েছে মনের মতন। কতো করেছি যতোন তার হতে দেয়নি রোগা দেখলে কোন শঙ্কা সংশয় দিয়েছি কতো জোগা। ডোপ কাঁধে নিয়ে কতো দিয়েছি ধানের ক্ষেতে বিষ কতো নিড়ানি দিয়েছি আমি যতনে অহর্নিশ। ফলবে সোনার ফসল আমার ঘুচবে মোর বেদনা মুছে যাবে ক্লান্তি হতাশা যতো দূর্ভোগ যাতনা। বারে বারে আসি ছুটে আমি দেখতে ইহার রূপ আমার দিকে তাকিয়ে হাসে খলখল করে খুব। দেখে আমার মন ভরে যায়…
-
মধু মাস, বাদাইর জোলা, মেহের আলী, সব শ্রমিকের গড়া
মধু মাস মো. শরিফুল ইসলাম জৈষ্ঠ্য মাস মধু মাস গাছে পাকে আম, সবুজ পাতার ফাঁকে আছে কালো পাকা জাম। কাঁঠাল পেকে সুবাস ছড়ায় মৌ মৌ করে বাড়ি, লিচু পেকে টকটকে লাল গাছে সারি সারি। তালগাছে তাল ধরেছে খাইতে লাগে ভারী, পেয়ারা গাছে বের হয়েছে নতুন নতুন কুড়ি। লেবু,কলা,আতা আনারস খাইতে লাগে বেশ, মধু মাসে ফলে ঘেরা আমার বাংলাদেশ। বাদাইর জোলা আমাগরে বাদাইর জোলায় আইছে নয়া পানি, রাহাল বেটা পার হচ্ছে গরুর লেজ টানি। নয়া পানি দেখে বিটীরা আইছে জোলার ধারে, ছাওয়ালপাল সব লাচ্ছে দেহো একটু পরে পরে। জালিরা সব মাছ ধরবে করছে নাওয়ের যতন, গাসুরিয়া ঘাস মাথায় করেছে…