-
বিপরীত
বিপরীত এ কে আজাদ দুলাল কক্সবাজার মানেই বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর মানেই কক্সবাজার। বাংলাদেশের একটা অহংকারের জায়গা।এখানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন অপূর্ব পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ হতে পর্যটকদের ভীড়। সমুদ্রের বালিরাশিতে ঢেউয়ের চিহ্ন স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে। কি সুন্দর দৃশ্য! তাছাড়া রয়েছে সমুদ্রের গর্জন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। ছোট বেলায় স্কুলে পড়ার সময় ভূগোল পাঠে জানা যায়। হ্যাঁ, আমরা তো তাই পড়েছিলাম। সমুদ্রের তীরে বসে বসে ভাবছেন আর মন-প্রাণ দিয়ে সমুদ্র অবলোকন করছেন মো. আব্দুর রাজ্জাক। উপজেলা শিক্ষা অফিসার। সপরিবারে এসেছেন কক্সবাজারে তথা সমুদ্র দেখার জন্য। মানে একগুঁয়েমি জীবন থেকে কিছুটা আনন্দ ভোগ করতে। আর মাত্র দুই বছর…