• মেয়ের-তকমা
    কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

    মেয়ের তকমা, মেঘ বালিকা

    মেয়ের তকমা জিন্নাত আরা রোজী   আমি মেয়ে বলে কথা…. সব কিছুই ভেবে চিন্তে করতে হবে। পা ফেলতে হবে মেপে মেপে কথা বলতে হবে হিসেব করে, চললে-বললে মেয়েলিপনা না থাকলে সমাজ কি বলবে? মা-বাবার, সম্মান থাকবে তো? পরিবারের অমর্যাদা হবে নাতো? লোকে কি বলবে? হাত ভর্তি কাঁচের চুড়ি না পরলে আমি মেয়ে হবো কেমন করে! নাকছাবি, কানপাশা গলার মালা এ সবই তো মেয়েদের নমুনা সাথে বড় করে ঘোমটাও টেনে নিতে হবে, আমি মেয়ে বলে কথা…. শুধু কি তাই? সাথে আরো কত নিয়ম কানুন আছে রন্ধনশিল্প না জানলে মেয়ে তকমাটা যে বিফলে যাবে মিষ্টি স্বরে কথা না বললে মেয়ে হবো কেমন…

error: Content is protected !!