-
মেঘ বন্ধু
মেঘ বন্ধু মোখলেছুর রহমান আকাশ জুড়ে মেঘের রাশি, বাতাসে যাচ্ছে ভাসিভাসি। মাঝেমধ্যে সূর্যের আলো দিচ্ছে একটু ঝলক, মেঘমালা উড়ে যাচ্ছে ফেলতে চোখের পলক। মেঘমালা মেঘমালা তুমি কি বন্ধু হবে? বন্ধু হয়ে আমার পাশে সারাটিজীবন রবে। সূর্য মামা বন্ধু হলো ছড়িয়ে দিয়ে আলো, তাই দেখে মেঘমালা বন্ধু হয়ে গেলো। সূর্য এবং মেঘমালা করলো একটি সন্ধি, বন্ধুত্বের বন্ধনে করলো আমায় বন্দি। ৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বাংলাবাজার, ঢাকা। আরও পড়ুন কবিতা- জগা ও পিসি বারো মাসের পদাবলী আমাদের ফেসবুক পেইজ