• মেঘে-যতো-জল
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    মেঘে যতো জল

    মেঘে যতো জল ফজলুল হক   ভীষণ তাড়াহুড়ো মুক্তি চাইছো? অথচ দুজনার অভিন্ন স্বপ্ন ছিলো, একটা ছোট্ট ঘর হবে ঘরের এক কোণে মেঠোফুলের ফুল সজ্জা, ছোট শিশুর হামাগুড়ি ও আধো আধো বোলে শব্দ অন্বেষার শব্দে আমাদের ঘরটি দিনে দিনে বাড়ি হয়ে উঠবে, শুরু হবে একটি নতুন গল্পের পথচলা। সংসারে অনেক অভাব থাকবে আমি একটু একটু করে পূরণের চেষ্টায় ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবো তুমি তখন তালপাখা দিয়ে বাতাস করতে করতে মনের খোঁজ জেনে নেবে; হৃদয় ভিটেয় জ্বলে উঠা আগুন নিভিয়ে লজ্জা লুকানো হাসি মুখে বলবে,শোনো খুকির বাপ আমার এত্তো কিছু দরকার নাই, একবেলা পান্তা হলেই চলবে। কথা ছিলো সংসার পাতার…

error: Content is protected !!