-
মা ও অন্ধকার
মা ও অন্ধকার রেজাউল করিম শেখ এখন- মা তোমাদের ঘুম পাড়ানি গান শোনাবে আয় ঘুম আয় বুড়োদের চোখে ঘুম আয় আয় ঘুৃম আয়… হ্যাঁ। তোমাদের মায়েদের চোখে আজ তোমরা স্রেফ বুড়ো। আজ মা তোমাদের ঘুম পাড়িয়ে বাইরে বেরুবে মাঝ রাতের আকাশ- জোছনা- অন্ধকার দেখবে। আয় অন্ধকার ঘনিয়ে আয়… হ্যাঁ। মা এখন অন্ধকার ভালোবাসে খুব করে। মা জানেন, তোমাদের মুখ ও বুক, পেট ও চিবুক অন্ধকারের সমার্থক। এবং অন্ধকার নেমে এলে- তোমাদের শরীরে, মায়ের ভীষণ কষ্ট লাগে। অন্ধকারের বেদনায় কাতর- মা তোমাদের ঘুম পাড়ানি গান শোনাবে তোমাদের ঘুম পাড়াবে… ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে