-
মারীর প্রেম
মারীর প্রেম মোহাম্মদ আব্দুল বাসেত হাঁটাহাঁটি পাশাপাশি খক করে দিল কাশি পিলে গেল চমকে! সংশয়ে পথ চলে মনে মনে এই বলে “ভালবাসি যম কে?” জ্বর ছিল গতকাল চোখ দুটো লাল লাল তবুও যে হয় সহ্য এরমধ্যে ঘ্যাচ করে ঠাটার মতো জোরেসরে গোটা দুই হ্যাঁচ্চ্যো! হাতে রাখা ছিল হাত খসে গেল তৎক্ষণাৎ কী বিপদ ভয়ংকর! বলা নেই কওয়া নেই হা করলো একটু যেই হাঁচি – কাশি পরপর! হাতে হাতে ভালবাসা হয়েছে তা সর্বনাশা নিঃশ্বাসে ভরা বিষ আগে যাক কাশি হাঁচি ছেড়ে দে মা কেঁদে বাঁচি পরে না হয় প্রেম দিস। মনে খুব…