• গল্প,  শফিক নহোর (গল্প),  সাহিত্য

    মামৃত্যু

    মামৃত্যু শফিক নহোর   মায়ের সঙ্গে আরিফের গোসসা করবার কারণ, একটাই তার মা সকালে ফোন দিবো আরিফ ঘুমঘুম চোখে বাতি মুরগির মত একটু রাগ ও ঝিম মেরে কথা কইয়ে ফোনের লাইন কেটে দিল। ফোনটা বালিশের নিচে রেখে আবার ঘুমিয়ে পড়ল। আরিফের মা হয়তো মনে করল নেটওয়ার্ক সমস্যার জন্য লাইন কাট্টা গেছে। আবার ফোন দেয়। আরিফ লাইন কেটে দেয়। একটা সময় বিরক্ত হয়ে ফোন বন্ধ করে ঘুমিয়ে পরে। কাজের বুয়া এসে দরজায় কড়া নাড়লে বা কলিং-বেল বাজালে দরজা খুলে দিয়ে, ব্যস্ত হয়ে পরে অফিসে যাওয়ার জন্য। সকালে মেয়ে মানসির কাজের অভাব নাই। ঘর ঝাড়ু দাও, রান্না ঘরের বাসি থালাবাসন ধোও, সকালের…

error: Content is protected !!