• কবিতা,  পথিক জামান,  সাহিত্য

    মাছ-বিল-পাখি-পদাবলি

    মাছ-বিল-পাখি-পদাবলি পথিক জামান   বিল আমাদের গর্বের ধন, বুক ভরা ভালোবাসা, জীবন জীবীকার প্রধান উৎস জানে গাজনার চাষা। এ পাড় থেকে ওপাড় শুধু মাঠ ভরা সোনা ধান, কৃষককুলের বুক ভরা সুখ, মুখভরা হাসি গান। শত শত বিল এই খানে আছে হিসেব মেলানো ভার, কিছু কিছু আমি নাম ধরে ধরে বর্ণনা দিব তার। সহিবাজ আর গমগাড়া বিল গ্রামের পূর্ব দিকে, পারলে তুমি এই নাম গুলো ডায়েরিতে নিও লিখে। রামার বিলের কইমাছ গুলো ইয়া বড় বড় হতো,, হাজার মাছের ভাণ্ডার বিল বর্ণনা দিব কত? বোয়াল-বেলে টাকি আর শোল নয়না চাপলে পুঁটি, যতটুকু পারি কষ্ট করে বলে দিব মোটামুটি। নওলা-কাতল খলশে চাঁদা বিল…

error: Content is protected !!