• ফেরা-হয়-যদি-আবার
    কবিতা,  পূর্ণিমা হক,  সাহিত্য

    ফেরা হয় যদি আবার, ভেতরবাড়ির মাঠ, অথচ মানুষ

    ফেরা হয় যদি আবার পূর্ণিমা হক   ফেরা হয় যদি ছেলেবেলায় আবার ঘাসফুল হয়ে রবো বুনোলতার ছায়; মাথার উপরে শরতের চাঁদ হিল্লোলিত সারাক্ষণ নিঃশঙ্ক হাওয়ায় ভেজা রাত, পত্রপুটে রেখে দেবো মায়ার শরাব। ফেরা হয় যদি আবার ধুলোমাখা মলিন বসনে- কুড়াবো বকুল,পলাশ, শিমুল কোচাভরা পাকা পাকা কুল, রাঙাবো আলতা পায়ে, পরে নেব কলাপাতা নূপুর। ফেরা হয় যদি পেছনের তামাটে জীবন ভুলে কাটবো সাঁতার শাপলাফোটা বিলে স্মৃতিকুড়ানী হবো, ঘুরে ঘুরে চেনা প্রান্তরে গাইবো দুঃখ ভোলানিয়া গান কোকিলের মধুক্ষরা স্বরে। ফেরা হয় যদি আবার নিস্তব্ধ রাতের প্রার্থনায় স্রষ্টার কাছে মিনতি রেখে মৃত্যুপুরীর রোজনামচা থেকে কেটে নেবো বাবার নাম! নির্ভার হাতটি ধরে হেঁটে হেঁটে…

error: Content is protected !!