• ভূলুণ্ঠিত-মানবতা
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    ভূলুণ্ঠিত মানবতা

    ভূলুণ্ঠিত মানবতা জাহাঙ্গীর পানু এটমের তেজস্ক্রিয়ার সংমিশ্রণে মৃত্তিকার পোড়া গন্ধে হাজারও প্রতিবন্ধী শিশুর জন্ম ধৃষ্টিত বিবেকের বর্ধিত আদালতের রায় বিধ্বংসী মারণাস্ত্রের চরম আস্ফালন লিটল বয় ও ফ্যাট ম্যানের ভয়ংকর গর্জন আজও বিশ্ববাসীর স্মৃতিতে অমলিন। মানব সভ্যতার সুনিপুণ ইতিহাসে জলাঞ্জলি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে মার্কিনিদের নগ্ন নৃত্য। আকাশে বাতাসে বারুদের গন্ধ পৃথিবীর মানব সভ্যতা হতবাক চোখে তাকিয়ে দেখে হিরোশিমা নাগাসাকির কান্না। ভূলুণ্ঠিত মানবতা চিৎকার করে কাঁদে এভাবে আর কোনো শহর, নগর, জনপদ, ভূখন্ড সাম্রাজ্যবাদীদের হাতে হবে না লুণ্ঠিত। ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

error: Content is protected !!