-
কৃষকের ধান, ভালো লাগে এই দেশ, স্মরণ
কৃষকের ধান মো. শরিফুল ইসলাম যত দূরে মোর দৃষ্টি মেলে দেখি যে সোনার ধান মাথার উপরে বিশাল আকাশ গাঁয়ে মানুষের তান। কাঁচা নাড়ার সুবাস ভাসে কাস্তের পোঁচে পোঁচে ধানের আগায় সোনার বাইল দক্ষিণা বাতাসে নাচে। পতিত ভূমিতে ঘাম ঝরিয়ে ফলিছে ভূমিতে সোনা কৃষক নাচে দেখিয়া আজ ধানের সোনার দানা। রোদ্রে সোনা বাইল চক চক করে কৃষকের মনে হাস এই সোনা লয়ে যত্নে রাখিয়া খাইবে বারো মাস। শরীর পোড়া গন্ধ যে আজ ধানের সুবাসে ম্লান দুঃখ যাতনা ভুলিয়া আজ কণ্ঠে মধুর গান। কাটিয়া ধান সিন্নি বিলাবে মন্দিরে দিবে প্রসাদ স্রষ্টার খুশিতে ভুলবে যাতনা মনে কৃষকের স্বাদ। সবারে অন্ন জুটিতে আজ সুখের…