-
বাংলাদেশ, ভালোবাসার পর্ব, দেশের মাটি, স্বাধীনতা, সাবাশ বাংলাদেশ
বাংলাদেশ খোন্দকার আমিনুজ্জামান রূপ-অপরূপ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ কতো ভালোবাসি তবু ভালোবাসার হয় না কভু শেষ। হাওর-বাওর পাহাড়-টিলা কী সুন্দর সমতল নদী-নালা খাল-বিল জলে করে ছল ছল এমন দেশ বাংলাদেশ ভালো লাগার নেইকো শেষ। বারো মাস ফুল-ফল ফসলের জয়গান দোয়েল-কোয়েল ঘুঘু-শ্যামা কোকিলের কুহুতান এমন দেশ বাংলাদেশ এই মাটিতেই জীবনটা হোক শেষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান একসাথে গড়বো দেশের মান এই চেতনা অমর হোক এটাই সর্বশেষ। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- কষ্ট বিবেক সাদা মন ভালোবাসা পর্ব ভালোবাসা ছিলো বলে ত্যাগের মহিমা এলো অঢেল রক্ত ঢেলে সোনার বাংলাদেশ হলো। বাংলাদেশ তুমি লাখো শহীদের পবিত্র আঙিনা বাংলাদেশ তুমি রক্তস্রোতে গড়া…