-
ভালোবাসার ঋণ, চলে যাব বহু দূরে
ভালোবাসার ঋণ জিন্না আরা রোজী ডাকছে আমার নদীর বান,ডাকছে সবুজ ছায়া ;ডাকছে যত গ্রাম্য পথেরফেরারি সব কায়া। শিমুল রাঙা গ্রাম্যপথেকিশোর বেলা খেলেছি কত খেলা,ওদের সাথে ভাব বিনিময়করেই যেত বেলা!এখন ওরা ঈশারাতে ডাকছে আমায়,কেমন করে ফেরাবো ওদেরভালবাসার ঋণ? ক্ষণিক দেখার ইচ্ছে হলেতাইতো ছুটে আসি,মরা ঘাসে পা ছড়িয়েওদের কাছেই বসি।জড়িয়ে আছি পিতৃঋনেশিকড়েরা নেয় যে চিনে,কেমন করে ভুলবো আমিওদের যত স্মৃতি? এখন আমার হলদে সময়পাতা ঝরার দিন,কেমন করে ফেরাবো আমিভালবাসার ঋণ?চুপটি করে কষ্ট চেপে,খুচরো মেঘে উড়িয়ে দেবওদের যত ঋণ। ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে ভালোবাসার ঋণ