-
বোয়ালিয়া গ্রাম পরিচিতি
পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম বোয়ালিয়া। উপজেলার অন্যতম স্বনির্ভর এবং কৃষি অর্থনৈতিক অঞ্চল এই গ্রাম। অবস্থান: বোয়ালিয়া গ্রামের পূর্বদিকে আহম্মদপুর গ্রাম, পশ্চিম দিকে বিল গাজনা, উত্তর দিকে সোনাতলা গ্রাম, দক্ষিণ দিকে আহম্মদপুর দক্ষিণচর গ্রাম অবস্থিত। গ্রামের ইতিহাস ও নামকরণ : বোয়ালিয়া গ্রামের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয় পদ্মা নদীর ভাঙ্গনের ফলে কিছু লোক এসে এখানে বসতি স্থাপন করে। অতীতে এখানকার খাল-বিলে প্রচুর বোয়াল মাছ পাওয়া যেত। দূর-দূরান্ত থেকে লোকেরা এখানে মাছ মারতে আসতো। এই ‘বোয়াল মাছ’-কে কেন্দ্র করেই স্থানটির নামকরণ হয় ‘বোয়ালিয়া’। আরো জানুন বোনকোলা গ্রাম পরিচিতি মতান্তরে, কোন…