-
বেওয়ারিশ অশ্রু
বেওয়ারিশ অশ্রু ফজলুল হক এতোদিন পরেও দেখো কোলাহলময় স্মৃতির চত্বর জীবনের মতোই যেনো ব্যস্ত, শুধু নতুনের ভীড়ে বদলে গেছে সময়ের আয়োজন। এভাবেই গল্প মুছে আর এক গল্পের পাণ্ডুলিপি লিখে যায় প্রত্নতাত্ত্বিক সময়, কালের আবর্তে মানুষ হয়ে ওঠে স্মৃতির শিরোনাম। মনে আছে তোমার? শেষবার কোথায় দেখা হয়েছিলো? অভিমানে চোখ নামিয়ে বললে, হবে হয়ত প্রিয় ক্যাম্পাসে, গোধূলির কফিশপে অথবা মেঠোপথে; ভাগ্যিস বলোনি যে, কখনো দেখা হয়নি তো। বিষাদের ক্লান্তি ছাপিয়ে কী যেনো একান্ত ভাবতেই তোমার বেওয়ারিশ অশ্রু নিঃশব্দে গড়িয়ে গড়িয়ে তৃষ্ণার্ত মাটিকে করে গেলো ঋণী, আমি জেনে গেলাম জল নিঃসরণের ইতিবৃত্ত ভালো নেই তুমি ঠিক আগের মতো। আর কখনো…