• চাওয়ার-কিছু-নাই
    কবিতা,  সাহিত্য

    বিয়ে মানে

    বিয়ে মানে দিলরুবা করিম   বিয়ে মানে খোদার নামে পবিত্র বন্ধন, বিয়ে মানে নয়তো শুধু জীবনভর ক্রন্দন।   থাকবে সেথা ভালোবাসা শ্রদ্ধা নিরন্তর, অনেক ভালোবাসবে দেখো তোমার নতুন বর।   পরকে তুমি করবে আপন এটাই হোকনা ব্রত, হাসি মুখে করবে বরণ দুঃখ আসুক যত।   অথচ এখন বিয়ে মানে ঠকানোর ফন্দি, তোমরা কেনো হচ্ছ এমন বিয়েতে বন্দী?   দুই হাতেতে পরায় বাবা শিকল নামক বালা, বাধ্য হয়ে কন্যা পরায় বরের গলায় মালা।   এইভাবে হয় দিনে রাতে আপন সত্তা বলি, দুঃখ করে কী লাভ হবে যুগটা এখন কলি।   পুরুষ তুমি লোভী অতি ভোগই তোমার কাজ, অর্থ নিয়ে ভেগে পড়ো…

error: Content is protected !!