-
বিয়ে মানে কি?
বিয়ে মানে কি? মযলুম মুসাফির (ছদ্মনাম) বিয়ে মানে কি তুচ্ছ কথায় হঠাৎ গালাগালি? পাড়াপড়শি তাই শুনিয়া দুই হাতে দেয় তালি। দুষ্ট মতি ভ্রষ্ট অতি গালি দেয় শালি মাগি, একজন খুন হতেই পারে বউ যদি হয় রাগী। বিয়ে অর্থ কি বউয়ের প্রতি শুধুই অবহেলা? ঘুরে-ফিরে তো রাতের বেলায় তারই সাথে খেলা। কোকিল ফেলে কাকের সঙ্গে কেনরে মাখামাখি? নিশিকালে তুই প্যাঁচার কেন করিস ডাকাডাকি? চ্যাটিং করে সেই সে নাদান যারা চিটিংবাজ, সুখের ঘরে আগুন দেওয়া পাপিষ্ঠদের কাজ। বিয়ে মানে কি চার দেওয়ালে বউয়ের কন্ঠ রোধ? আহা পরকীয়ায় বাধা দিলে চরম প্রতিশোধ? সবল যখন দূর্বলেরে মারে ভীষণ ঘুষি, মনে হইবে সব কিছুতেই…